reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২২

এয়ার টিকিট সিন্ডিকেট বন্ধ চায় আটাব সদস্যরা

ছবি- প্রতিদিনের সংবাদ

এয়ার টিকিটের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি ও সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর সাধারণ সদস্যরা।

বৃহস্পতিবার ১৩ জানুয়াররি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সাবেক নেতারা।

সাধারণ সদস্যদের ব্যানারে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পর পর তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি এস এন মন্জুর মোর্শেদ মাহবুব।

ব্ক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান মন্ত্রনালয়কে ভাড়া কমাতে ওপেন স্কাই ঘোষণা করাসহ, এয়ারলাইন্সের টিকিট বিপনন ব্যবস্থা তদারকির আহ্বান জানানো হয়। এছাড়া এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আটাবের সাবেক মহাসচিব আবদুস সালাম আরেফ, টোয়াবের সভাপতি রাফেউজ্জামান, মোঃ আবদুল হামিদ, নুরুল আলম শাহীন, মনসুর আলম পারভেজ, মনিরুজ্জামান, খোরশেদ আলম, ফজলুল হক, আনোয়ার হোসেন, সবুজ আহমেদ, তোহা, ইবরাহিম ও মেজবাহ উদ্দিনসহ আটাব, টোয়াব, হাব ও বায়রার নেতৃবৃন্দ ও সদস্যগণ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটাব,এয়ার টিকিট,সিন্ডিকেট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close