reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২১

গোপনে বিয়ে করা নিয়ে যা বললেন আজহারী

নারীসহ নারায়ণগঞ্জের এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর থেকে দেশব্যাপী চলছে নানা আলোচনা-সমালোচনা। ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, কেউ কেউ মামুনুল হকের এমন দবি মেনে নিলেও বাকিরা বলছেন- তিনি বিয়ে যদি করেই থাকেন তবে এ বিষয়ে এমন লুকোচুরি কেন? এনিয়ে ইসলামের নানান ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করেছেন অনেকেই। তবে এরইমধ্যে পাওয়া গেলো এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি বয়ান।

আগের একটি বক্তব্য, যেটি সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে আজহারী বলেন- বিয়ের ঘোষণায় ব্যান্ড পার্টি করতে বলেছেন বিশ্ব নবী (সা.)। কারণ বিয়ে একজন নারী পুরুষের যে সম্পর্ক হয়, জেনা ও ব্যভিচারে একই সম্পর্ক হয়। পার্থক্য হচ্ছে এটার সামাজিক স্বীকৃতি আছে, জেনার স্বীকৃতি নাই। এজন্য বিয়ে গোপন করে করা যায় না। এটা অ্যানাউন্স করে করতে হয়।

আরও পড়ুন : ‘লকডাউন’ বাড়বে কি না জানালেন মন্ত্রিপরিষদ সচিব

ইসলামের খলিফাদের জীবন প্রসঙ্গ টেনে এই ইসলামী বক্তা বলেন, ‘ওমর ফারুক (রা.) যখন মদিনার খলিফা বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে তাদের প্রতিবেশিরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে তাহলে আমি তাদের দুইজনকে জেনার শাস্তি দেব।’

পুরোনো এক ওয়াজ মাহফিলের বয়ানের ওই ভিডিওতে আজহারী বলেন, ‘লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে শুনিয়ে অ্যানাউন্স করে বিয়ে করতে হয়। এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই। যেখানেই হারাম তার বিপরীতে ইসলামে হালালের বিকল্প দিয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিজানুর রহমান আজহারী,গোপন বিয়ে,মামুনুল হক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close