অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর, ২০২০
নাইজার সফর বাতিল
পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব করোনা আক্রান্ত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ কারণে তাদের নাইজার সফর বাতিল হয়েছে।
বুধবার সকালে আবদুল মোমেন ও মাসুদ বিন মোমেনের ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নাইজার যাওয়ার কথা ছিল। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাদের করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়।
চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।
পিডিএসও/হেলাল