reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০২০

ঢাকা থেকে ভারত ফিরেছেন একদল শিক্ষার্থী

ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি শিক্ষার্থীদের নিয়ে ভারতের শ্রীনগরে গিয়ে অবতরণ করে। বিমানে ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে যাওয়া হয়। যারা সকলেই জম্মু ও কাশ্মীর থেকে ডাক্তারি পড়তে বাংলাদেশ এসেছিলেন।

করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় তারা ভারতে ফিরতে পারেনি। বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু হওয়ার পরে বাংলাদেশ থেকে প্রথমে এই ছাত্র-ছাত্রীদের ফেরানো হলো।

জানা যায়, ঢাকা থেকে প্রথম পর্বে মোট সাতটি ফ্লাইট যাবে। বাংলাদেশে যেসব ভারতীয় আটকে পড়েছেন, তারা এবার ভারতে ফিরতে পারবেন।

ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস জানিয়েছেন, ‘অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অনেকের ভারতে ফেরাটা জরুরি, তাদের সকলকে নিয়ে যাওয়া হবে।’

শুক্রবার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে বিমানবন্দরেও গিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ঈদের আগে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরতে পারছেন, এটা নিঃসন্দেহে খুশির খবর।

এদিকে, শুক্রবার শুধু বাংলাদেশ থেকে নয়, সিঙ্গাপুর থেকে ২৩৪ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে এসেছে। মালদ্বীপ থেকেও ভারতীয়দের দেশে নিয়ে আসছে নৌ-বাহিনীর জাহাজ। মালদ্বীপের ভারতীয়দের জাহাজ-যাত্রা শুরু হয়েছে। দুবাই থেকে একটি ফ্লাইট কোচি এসেছে। রিয়াধ, বাহরিন, আমিরাত থেকেও ভারতীয়দের শুক্রবার নিয়ে আসা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতীয় শিক্ষার্থী,দেশে ফিরলেন,ঢাকা থেকে ফেরত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close