reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২০

মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ই-ব্লকের ওই বস্তিতে ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫ ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিরপুর,বস্তিতে আগুন,ফায়ার সার্ভিস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close