reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০১৯

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির পশুবাহী ট্রাক রাস্তায় থামিয়ে চাঁদাবাজির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার রাজধানীর ধানমন্ডির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেছেন, এবার প্রতিটি পশুবাহী গাড়িতে নির্দিষ্ট হাটের নাম লেখা স্টিকার লাগানো থাকবে, কেউ ইচ্ছা করলে সেই হাট ছাড়া পশু নামাতে পারবে না।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সচেতন না হলে ডেঙ্গুর বিস্তার আরো বেশি হতে পারে। এজন্য জনগণ এক হয়ে ডেঙ্গু নির্মূলে কিছু না কিছু অবদান রাখছে। এদিন সোবহানবাগের ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সামাজিক দায়বদ্ধতায় থেকে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেবে। এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডেঙ্গুর প্রকোপের কারণে দেশের প্রায় সব হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম অবস্থা থাকায় বিনামূল্যে জ্বরের রোগীদের ডেঙ্গু শনাক্তে এগিয়ে এসেছে রাজধানীর ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক।

মিরপুর রোড়ে সোবহানবাগ নাভানা নিউব্যারি প্লেস-৪/১এ সপ্তমতলা এই ঠিকানায় ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে আগামী ৫ সেপ্টম্বর পর্যন্ত বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্রমন্ত্রী,পশুবাহী ট্রাক,চাঁদাবাজি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close