reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মে, ২০১৯

পারসোনাকে ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পারসোনা বিউটি পার্লার ও পারসোনা এডামস পার্লারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়।

এ সময় আমদানিকারকের স্টিকার ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি কসমেটিক্স ব্যবহার করায় এই দুই প্রতিষ্ঠানকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারে নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এই দুই পার্লারে অনেক কসমেটিক্স পাওয়া গেছে, যেগুলোর আমদানিকারকের কোনো স্টিকার নেই। আর এই পণ্যগুলো কোন দেশের তৈরি সেটাও দেওয়া নেই। আমদানি করা পণ্যতে আমদানিকারকের কোনও স্টিকার নেই। সে কারণেই জরিমানা করেছে। পারসোনা বিউটি পার্লার ও পারসোনা এডামস পার্লারকে ভোক্তার অধিকার ক্ষুণ্ন করায় মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পারসোনা,৬ লাখ টাকা,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close