reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

ডিএনসিসি উপনির্বাচনে প্রতীক পেলেন ৫ মেয়র প্রার্থী

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।

ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল, আবদুর রহিম (স্বতন্ত্র প্রার্থী) টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন। উত্তরে কাউন্সিলর পদে ১২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর পদে ১২৫ জন প্রার্থী মাঠে রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতীক,ডিএনসিসি উপনির্বাচন,মেয়র প্রার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close