reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, তার কারামুক্তির বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি মুসা খালেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

নির্বাচনের আগে বেগম জিয়ার মুক্তি সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছে। তার মুক্তির ব্যপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।

নির্বাচনকালীন ঐক্যফ্রন্টের কাউকে রাখার সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন, যেই সরকারটা আছে সেই সরকারই চলবে। তার কারণ হচ্ছে, যেই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছিল এই সরকারের আমলে সেটা কোনোমতে ব্যহত না হয়, সেদিকে অবশ্যই গুরুত্ব দেবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইনমন্ত্রী,আনিসুল হক,মুক্তি,প্রশিক্ষণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close