reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার বাহানা করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত করতে প্রতিবেশী মিয়ানমার নতুন বাহানা শুরু করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউইয়র্কে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যুতে এ অভিযোগ করেছেন তিনি।

বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নীতি থেকে সরে আসবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার দেশে এমনিতেই এখন ১৬ কোটি মানুষ। আমি আর কোনো বোঝা নিতে পারব না। রোহিঙ্গাদের নিতে পারব না। কেননা আমার দেশ এটা সহ্য করতে পারবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া শেখ হাসিনা বলছেন, শরণার্থী ইস্যুতে তিনি মিয়ানমারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না। প্রধানমন্ত্রী বলেছেন, শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও দেশটির সেনাবাহিনীর হাতে “মূল ক্ষমতা” থাকলেও তাদের কথায় ধৈর্য ধীরে ধীরে হারিয়ে ফেলছেন তিনি।

মিয়ানমারের বিষয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, তারা সব বিষয়ে রাজি হচ্ছে; কিন্তু সে অনুযায়ী কাজ করছে না। এটাই হলো সমস্যা। সবকিছুই ঠিকঠাক থাকে কিন্তু সব সময় তারা কোনো না কোনো অজুহাত হাজির করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কোনো আবাসস্থল তৈরি করা সম্ভব নয়। তাছাড়া এটা দেশের মানুষ মেনেও নেবে না। তারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই ফিরে যেতে হবে।

কিন্তু মিয়ানমারের অভিযোগ, তাদেরকে বাংলাদেশের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের যথাযথ উপায় সম্পর্কে কিছুই জানাচ্ছে না। বাংলাদেশ এ অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে, জাতিসংঘের দাতব্য সংস্থাগুলো বলছে, এখনই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য রাখাইন এখনও নিরাপদ নয়।

মিয়ানমার বলছে, তারা রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পর প্রাথমিকভাবে তাদের আবাসনের ব্যবস্থা করতে রাখাইনে ট্রানজিট কেন্দ্র তৈরি করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যাবাসন বিলম্বের কারণে বাংলাদেশ সরকার দূরবর্তী ভাসান চরে রোহিঙ্গাদের জন্য নতুন করে আশ্রয়কেন্দ্র তৈরি করছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেখানে রোহিঙ্গারা বন্যার কবলে পড়বে। তাছাড়া কক্সবাজারও বন্যা পরিস্থিতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ এলাকা; কিন্তু চলতি বছর ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় সেখানে ঝুঁকি কিছুটা কম ছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। গত বছরের নভেম্বরে দু’দেশের মধ্যে চুক্তি হয়, আগামী দুই মাসের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করবে; কিন্তু সেটা এখনও শুরু হয়নি। এখনও রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আসছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,রোহিঙ্গা ইস্যু,রয়টার্সের প্রতিবেদন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close