reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০১৮

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সারাদেশে বিশেষ প্রার্থনা

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের মসজিদসমূহে আজ শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একইসাথে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ওই দুর্ঘটনায় হতাহতদের জন্য। এদিকে স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা স্মরণ করে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।

জুমার নামাজ শেষে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় মুসল্লিদের আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. মহিউদ্দিন মজুমদারসহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।

এদিকে ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টাব্যাপি বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংসদ সদস্য পংকজ দেবনাথ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পদক স্বপন কুমার সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, যুগ্ম- সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন শিক্ষাভবন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে। এসব মসজিদে নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

প্রসঙ্গত গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এছাড়াও এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং বুধবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার ১ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশেষ প্রার্থনা,বিমান দুর্ঘটনা,হতাহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist