reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২৪

আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন

ছবি : সংগৃহীত

চেক জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশান ও বনানী থানার পৃথক ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

মঞ্জুরুলের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আসামির শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ৭ মামলা এবং ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় জামিন মঞ্জুর করেন।’

গত ১৪ জানুয়ারি ৯ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ জানুয়ারি রাতে বনানী এলাকা থেকে মঞ্জুর আলম শিকদারকে গ্রেফতার করে বনানী থানা-পুলিশ।

জানা গেছে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ৭ জানুয়ারি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলেশা মার্টের চেয়ারম্যান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close