reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ইসরায়েলে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় অব্যাহত হামলা বন্ধে আলোচনা চললেও ইসরায়েলে বোমাসহ বিভিন্ন অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, যেসব অস্ত্র ইসরায়েলে পাঠানো হচ্ছে, তার মধ্যে রয়েছেÑ এমকে-৮২ বোমা, কেএমইউক-৫৭২ জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনেশনস ও এফএমইউ-১৩৯ বোমা ফিউজ।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব অস্ত্র এখনো প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। কংগ্রেসনাল কমিটির অনুমোদন পেলেই অস্ত্রগুলো পাঠানো হবে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েল প্রতিরক্ষা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সংশ্লিষ্ট কারো বক্তব্য সংগ্রহ করতে পারেনি আল-জাজিরা।

তবে কংগ্রেসনাল নেতাদের মূল্যায়ন ছাড়াই গত ডিসেম্বরে ইসরায়েলের কাছে দ্বিতীয় দফায় অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরায়েলি হামলায় গাজার ২৩ লাখ জনসংখ্যার আনুমানিক ১৪ লাখ বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছে মিসরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ শহর রাফায়। তবে এ এলাকায় স্থল আক্রমণ শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরায়েলে,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close