reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

আবহাওয়াবিষয়ক স্যাটেলাইট পাঠাল ভারত

ছবি : টাইমস অব ইন্ডিয়া

মহাকাশে এবার আবহাওয়াবিষয়ক স্যাটেলাইট পাঠাল ভারত। শনিবার দেশটির শ্রী হরিকোটা স্পেস স্টেশন থেকে সফল উৎক্ষেপণ করা হয় ইনস্যাট থ্রিডিএ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ, জিএসএসএলভি রকেটে চেপে রওনা দেয় এটি। এরই মধ্যে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবস্থান নিয়েছে নিজস্ব মহাকাশ স্টেশনে।

ইসরো জানিয়েছে, পৃথিবী ও সমুদ্রপৃষ্ঠের ওপর নজরদারি চালাবে উপগ্রহটি। এ ছাড়া উপগ্রহটি দিতে পারবে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দিতে পারবে আগাম তথ্য।

এর আগে একবার ব্যর্থ হয়েছিল ইনস্যাট থ্রিডিএ উৎক্ষেপণের চেষ্টা। তখন এ স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছিল ‘দুষ্টু ছেলে’। এর আসল নাম অবশ্য Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)। এ ডাকনাম দিয়েছেন ইসরোর সাবেক চেয়ারম্যান। রকেটটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেয়েছেন ইসরোর বৈজ্ঞানিকরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,আবহাওয়া,স্যাটেলাইট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close