reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

মিথ্যা তথ্যে জরিমানা

বিচারককে দুর্নীতিবাজ বললেন ট্রাম্প

ফাইল ছবি

সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে জরিমানার আদেশ দেওয়ায় বিচারকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার মিশিগানে এক অনুষ্ঠানে জরিমানার আদেশ দেওয়া ওই বিচারককে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে স্থানীয় সময় গত শুক্রবার নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক আর্থার এনগোরন ডোনাল্ড ট্রাম্পকে সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেন। তবে সুদসহ এ অংক দাঁড়াতে পারে ৪৫ কোটি ডলার।

নিউইয়র্ক রাজ্যের কোনো ব্যাংক থেকে পরবর্তী তিন বছরের জন্য ঋণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞাও জারি করেন বিচারক। একই সঙ্গে ট্রাম্প তার কোম্পানির পরিচালকও থাকতে পারবেন না বলে আদেশ দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close