reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

পুতিনের সমালোচক ও কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার রাশিয়ার সালেখার্ড শহরের মর্গে গিয়েছিলেন নাভালনির মা এবং আইনজীবী। কিন্তু সেখানে যাওয়ার পর মর্গটি বন্ধ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করলে জানা যায়, মরদেহ মর্গে নেই। এ ঘটনার পর নাভালনির সমর্থকরা মরদেহটি অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, আর্কটিক কারাগারে মৃত্যুর এক দিন পরেও ছেলের মৃতদেহ উদ্ধার করতে পারেননি মা লিউডমিলা নাভালনায়া।

কিরা ইরারমিশ বলেন, আমরা নিশ্চিতভাবেই জানিÑ এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। তারা এখন হত্যার প্রমাণ লোপাট করতে চাইছে। যে কারণে তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করছে না। তারা নাভালনির মরদেহ লুকিয়ে রাখছে।

তবে রুশ কর্তৃপক্ষ বলেছে, নাভালনির আকস্মিক মৃত্যু হয়েছে এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলেই মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,নাভালনি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close