reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০২৩

কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক

ছবি : সংগৃহীত

বোমা আছে, যাত্রীর এমন চিৎকারে মধ্যরাতে আতঙ্ক ছড়াল ভারতের কলকাতা বিমানবন্দরে ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। তারপর দ্রুত উড়োজাহাজ খালি করে শুরু হয় তল্লাশি। আনা হয়েছে স্নিফার ডগ।

বোমাতঙ্কের কারণে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে ফ্লাইটটি। তবে এখনো কোনো সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি। ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটির।

বিমানবন্দর সূত্রে খবর, স্থানীয় সময় রাত ৩টা ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু হয়। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, অন্য এক যাত্রী তাকে জানিয়েছেন যে ফ্লাইটে বোমা রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্বে ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে আসা তার বাবাকে ডাক দেওয়া হয়। সেখানেই তিনি বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান। ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলকাতা,বিমানবন্দর,বোমা আতঙ্ক,তল্লাশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close