
১৬ মার্চ, ২০২৩
ওমান উপসাগরে চীন-রাশিয়া-ইরানের যৌথ মহড়া

ছবি : সংগৃহীত।
চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়া চলবে পাঁচ দিন। নৌ নিরাপত্তা সমৃদ্ধ করতেই এই পদক্ষেপ তাদের। বুধবার (১৫ মার্চ) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর রাশিয়া টুডের।
বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের পারস্পরিক সহযোগিতা অনেক বেশি গভীর হবে। মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।
সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে।
এ সব মহড়ায় জলদস্যু মোকিবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন