
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৯০
আহত দেড় শতাধিক, অব্যাহত উদ্ধার অভিযান

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে সোমবার বিকট বিস্ফোরণ হয়েছে। এতে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা দেড় শতাধিক। খবর জিও নিউজের।
স্থানীয় সময় সোমবার বেলা দেড়টা অর্থাৎ জোহরের নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মুসল্লি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নামাজের সম্মুখ সারিতে ছিলেন, সেই সময় তিনি নিজেকে উড়িয়ে দেন। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, ‘অঞ্চলটি পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, কেবল অ্যাম্বুলেন্সকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’ ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
পিডিএস/মীর