reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৩

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড ভয়াবহ বন্যার কবলে পড়েছে। গত তিন দিনে চারজন নিহত হয়েছেন। কোথাও কোথাও ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।

ভারী বৃষ্টিতে অকল্যান্ডে শুক্রবার থেকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি বিবেচনায় অকল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ভবনগুলোকে আপাতত বানানো হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার বাড়িঘর। বাধাগ্রস্ত হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। এ ছাড়া ব্যাহত হচ্ছে বিমান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, প্রায় ৩৫০ জনের জরুরি আবাসনের প্রয়োজন। গত ১০০ বছরে নিউজিল্যান্ডে এমন দুর্যোগ আসেনি। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এ পরিস্থিতে পড়তে হয়েছে। ভবিষ্যতে আমাদেরকে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখেই চলতে হবে।

অকল্যান্ডের বাসিন্দাদের নিরাপদ রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রিস হিপকিন্স। সূত্র: রয়টার্স।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউজিল্যান্ড,অকল্যান্ড,পানি সরবরাহ,বিদ্যুৎ,ক্রিস হিপকিন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close