reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০২২

সিএনএনের বিরুদ্ধে আবারও মামলা ঠুকলেন ট্রাম্প

ফাইল ছবি

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের সম্পর্কটা মোটামুটি দা-কুমড়ার- এই ধারাবাহিকতায় আবারও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ট্রাম্প।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি জেলা আদালতে স্থানীয় সময় সোমবার (০৪ অক্টোবর) করা মানহানির এ মামলায় সাবেক প্রেসিডেন্ট ৪৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে লড়তে পারেন; এই ভয়ে তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সিএনএন। মোট ২৯ পৃষ্ঠার অভিযোগ এনেছেন তার আইনজীবীরা।

অবশ্য সিএনএনের সঙ্গেই শুধু নয়, প্রেসিডেন্ট থাকার সময় থেকেই ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসেরও বৈরী সম্পর্ক। সে সময় তিনি এসব প্রতিষ্ঠানকে ভুয়া বলে আখ্যা দিতেন।

২০২০ সালের মার্চে সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ট্রাম্প। ওই সময় নিউ ইয়র্ক পোস্ট জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মত প্রকাশ করে সিএনএন। এরপর সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ট্রাম্প শিবির।

তার আগে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধেও মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় ইস্যুতে এসব মামলা হয়। ওই সব লেখাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতিবহির্ভূত সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

ট্রাম্পের মামলার আগে ২০১৮ সালের নভেম্বরে তার বিরুদ্ধেও মামলা করেছিল সিএনএন। সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশ পাস সাময়িক বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে ওই মামলা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,সাবেক প্রেসিডেন্ট,ডোনাল্ড ট্রাম্প,সিএনএন,মামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close