reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০২২

প্রথম সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে

ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ সুইজারল্যান্ডে প্রথম বারের মতো বৈধভাবে সমলিঙ্গের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে নয় মাস আগে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে সুইজার‌ল্যান্ডের ৬৪ শতাংশ মানুষ ‘সবার জন্য বিয়ে’ আইনের পক্ষে ভোট দেয়।

এ আইনের ফলে এখন থেকে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। অর্থাৎ নারী-পুরুষের মধ্যে বিয়ের পাশাপাশি সমকামিদের মধ্যেও বিয়ের জন্য আর কোনো বাধা থাকল না।

সে অনুযায়ী ১ জুলাই দেশটিতে এই প্রথম কোনো সমলিঙ্গের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হলো। সমলিঙ্গের মধ্যে বিয়ের দিনটিকে স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন থেকে সমকামিরা রেজিস্ট্রার করে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে।

বিয়ে করা সমলিঙ্গের দুজন হলো- এলিন (৪৬) এবং লেউরি (৪৫)। দীর্ঘ ২১ বছর ধরে তারা এক সঙ্গে বসবাস করছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সমলিঙ্গের বিবাহ ক্ষেত্রে অনুমতি দানে সর্বপ্রথম হলো নেদারল্যান্ড। দেশটি ২০০১ সালে সমলিঙ্গের মধ্যে বিবাহের অনুমতি দেয়। আর সুইজারল্যান্ড হলো সর্বশেষ দেশ।

তবে সুইজারল্যান্ড ১৯৪২ সালে সমকামিতাকে অপরাধমুক্ত বলে ঘোষণা করলেও তাদের মধ্যে বিয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুমতি ছিল না। শুধুমাত্র রেজিস্টার করে তারা একসঙ্গে বসবাস করতে পারত। সূত্র : বিবিসি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুইজারল্যান্ড,গণভোট,সমলিঙ্গের বিয়ে,সমকামি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close