reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০২২

সাইবার আক্রমণ

বাজল ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন, ভয়ে তটস্থ ইসরাইল

ইসরাইলের ওপর সাইবার হামলার কারণে অন্তত দুটি শহরে এক ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। ইসরাইলের গণমাধ্যম এ খবর দিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, পবিত্র আল-কুদস এবং এইলাত শহরে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইসরাইলের সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভুলক্রমে এ সাইরেন বেজেছে। একে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করে ইসরাইলের সামরিক বাহিনী। তবে সোমবার ইসরাইলের সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল জানায়, সাইবার হামলার কারণেই শনিবার সাইরেন বেজেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, মিউনিসিপাল সাইরেন সিস্টেম সাইবার হামলার শিকার হয় এবং হামলাকারীরা অ্যালার্ট সিস্টেমে ঢুকে পড়ে তা সক্রিয় করে দেয়।

ইসরাইলের কর্তৃপক্ষ সন্দেহভাজন হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি, তবে ইসরাইলের সাবেক একজন কর্মকর্তা আর্মি রেডিওর কাছে বলেন, এ হামলার জন্য ইরান দায়ী।

গত কয়েক মাস ধরে ইসরাইলের বিরুদ্ধে সাইবার হামলা জোরদার হয়েছে। গত বুধবার ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গ্রুপ ইলেকট্রিসিটি নেটওয়ার্কে সাইবার হামলা চালায়। তারা সেসময় অঙ্গীকার ব্যক্ত করে, ইসরাইলকে অন্ধকারে ডুবিয়ে রাখা হবে। সূত্র : পার্সটুডে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরাইল,সাইবার হামলা,সাইরেন,Israeli
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close