reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২২

মাঝ আকাশে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ২

মাঝ আকাশে ভেঙে পড়ল একটি সরকারি হেলিকপ্টার! বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টার দিকে ভারতের ছত্তিসগড়ের রায়পুর বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে। এ ঘটনায় কপ্টারে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ট্রেনিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। প্র্যাকটিস চলাকালে হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিলেন দুই পাইলট। আর সেই সময়ই সেটিতে আগুন লেগে যায়। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছত্তিসগড়ের সরকারি কর্মকর্তারা। কীভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এটাকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া প্রযুক্তিগত কোনো ত্রুটি ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,দুর্ঘটনা,ছত্তিসগড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close