reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২২

চিতাবাঘ আতঙ্কে ১৪৪ ধারা জারি!

বাড়ির শৌচাগারের সামনে চিতাবাঘ। ছবি : সংগৃহীত

ভারতের কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড কলাবাগান এলাকায় চিতাবাঘের উপস্থিতির কথা জানা যায়। জনৈক মনোজবাবু সকালবেলা শৌচাগারের দিকে যেতে ঘুম ছুটল তার চিতাবাঘ আতঙ্কে। এ খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে মনোজ সরকারের বাড়ির সামনে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন অধিদফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকে চিতাবাঘ দেখতে প্রাচীর পার হয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। তাই ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

বন অধিদফতর বলছে, ইতোমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে।তবে বাগে আনা যায়নি। তাই চিতাবাঘটিকে ধরতে মনোজবাবুর বাড়ির ভেতর শুরু হয়েছে জাল পাতার কাজ। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিতাবাঘ,কোচবিহার,ভারত,১৪৪ ধারা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close