reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২২

এবার শিল্পীর সামনেই বাদ্যযন্ত্র পোড়াল তালেবান

সংগীতশিল্পীর সামনে তার বাদ্যযন্ত্রতে আগুন। ছবি : টুইটার

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে একজন সংগীতশিল্পীর সামনে তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে। আফগান সাংবাদিক আবদুল হক ওমেরি টুইটারে পোস্ট করা ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

ইতোমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটও। দেখা যায়, বাদ্যযন্ত্রে আগুন দেওয়ার পর সংগীতশিল্পী কাঁদছেন।

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একজন বন্দুকধারী ব্যক্তি সংগীতশিল্পীকে দেখে হাসছেন। অপর ব্যক্তি সংগীতশিল্পীর দুরবস্থার ভিডিও ধারণ করছেন।

সাংবাদিক ওমেরি টুইট বার্তায় বলেন, সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র তালেবান পুড়িয়ে দিলে তিনি কাঁদেন। ঘটনাটি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজাইআরুব জেলায় ঘটে।

এর আগে তালেবানরা যানবাহনে গান নিষিদ্ধ করে। বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করে। পুরুষ ও নারীদের ভিন্ন হলে উৎসব উদ্যাপনের নির্দেশ দেয়।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয় তারা। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে নিয়ে তারা কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সূত্র : এএনআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তালেবান,আফগানিস্তান,সংগীতশিল্পী,বাদ্যযন্ত্র,সাংবাদিক আবদুল হক ওমেরি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close