reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২২

করোনাভাইরাস

বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

গতকাল বুধবার সর্বোচ্চ প্রায় ২৮ লাখ মানুষের করোনা শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গত একদিনে প্রায় সাড়ে ৩১ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। নতুন সংক্রমিতদের নিয়ে এই সংখ্যা ৩১ কোটি ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। এ সময়ে বিশ্বে মারা গেছেন আট হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৮ হাজার ৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২৯ হাজার ৯৯৪ জনে।

এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী চার লাখ পেরিয়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগী ৩১ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৬২০ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,রেকর্ড,বিশ্ব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close