reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২২

ভাইরাসের নামে ভাইরাল যুবক!

ছবি : সংগৃহীত

২০১৯ এর শেষ থেকে বর্তমান সময়ে বিশ্বে এক আতঙ্কের নাম কোভিড। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন এবং লাখ লাখ লোকের শনাক্ত হচ্ছে এই ভাইরাস। তবে ভারতে এই ভাইরাসের নামে নিজের নাম হওয়ায় বিপাকে পড়েছেন এক যুবক।

পৃথিবীতে করোনা বা কোভিড-১৯ আগমনের আগেই মা-বাবা তার নাম রেখেছিলেন ‘কোভিড’। এতো দিন নাম নিয়ে কোনো ঝামেলা না হলেও এখন বেশ বিড়ম্বনায় পড়েছেন কোভিড কাপুর।

কোভিড কাপুর তার নামের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। তিনি টুইটারে বায়ো পরিবর্তন করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, ‘আমার নাম কোভিড, আমি কিন্তু ভাইরাস না’!

সম্প্রতি বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনাও করেছেন তিনি।

কোভিড কাপুর বলেন, করোনা সংক্রমণের পর ভারতের বাইরে ভ্রমণে যাই। সেখানকার লোকজন আমার নাম শুনে বেশ মজা পেয়েছে। ভবিষ্যতে বিদেশ সফর হয়তো আরও আনন্দদায়ক হতে চলেছে!

নামের বিষয়ে বলতে গিয়ে কোভিড কাপুর বলেন, তার নামের অর্থ হলো ‘পণ্ডিত’।

গত মঙ্গলবার তার শেয়ার করা টুইট বার্তায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি লাইক পড়েছে এবং অনেকে মজার মন্তব্যও করেছেন।সূত্র: এনডিটিভি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোভিড-১৯,ব্যতিক্রমী,কোভিড কাপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close