reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

করোনাভাইরাস

একদিনে মৃত্যু সাড়ে ৭ হাজার

বিশ্বে গত একদিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩৫ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, বুধবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫২ লাখ ৭৫ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৭৮ হাজার ৭২৫ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ২৩ লাখের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৯৭ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৯৩২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৬৮৪ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখনো পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জনের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,বিশ্ব,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close