reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২১

অবশেষে যুক্তরাজ্যের জ্বালানি আইন স্থগিত 

ছবি : পিএ মিডিয়া

জ্বালানি সংকট এড়াতে যে আইন তৈরি করেছিল অবশেষে তা স্থগিত করল যুক্তরাজ্য সরকার। কর্মকর্তারা জানান,এতে করে জ্বালানি তেল বিষয়ক কোম্পানিগুলোর মধ্যে তথ্য আদান প্রদানে অগ্রাধিকার দেয়া হল যা দেশের জন্য প্রয়োজনীয়।

কয়েকদিন আগেও জ্বালানি কিনতে আতঙ্ক দেখা দিয়েছিল।জ্বালানি বিতরণে সেনা মোতায়েন করা হয়েছিল।

পেট্রোল রিটেইলারস অ্যাসোসিয়েশন জানান, প্রায় ৫৫০০ ফুয়েল স্টেশনে ফুয়েল নেই এবং বাকিগুলোতেও প্রায় ফুরিয়ে এসেছে।

বাণিজ্য সচিব কাওয়াসি কোয়ারটেং বলেন, সরকারের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে দীর্ঘ পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ট্রাক ড্রাইভারের সংকটের কারণে জ্বালানি খাতেও সংকট বেড়েছে।

আরেক গবেষণায় এসেছে, ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ হাজার ড্রাইভার যুক্তরাজ্য ছেড়ে গেছেন।আর ২০২১ সালে ফিরে এসেছেন মাত্র ছয়জন। পণ্য আছে কিন্তু সরবরাহের জন্য ড্রাইভারের সংখ্যা খুবই কম। চলমান সংকট কাটাতে বড় পণ্যবাহী যান বাহন চালাতে পারে এমন যোগ্য সেনা সদস্যদের কাজের লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শিল্প নেতারা বলছেন, এই পদক্ষেপটি যথেষ্ট নয়।

পিআরএ চেয়ারম্যান ব্রায়ান ম্যাডারসন বলেন, জ্বালানি স্বল্পতা হতেই পারে। তবে কোম্পানিগুলো জ্বালানি ফুরিয়ে যেতে দেবে না।যুক্তরাজ্যের পরিবহন সচিব গ্রান্ট শ্যাপ্স অবশ্য জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জ্বালানি সংকট,যুক্তরাজ্য,আইন স্থগিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close