reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বে আবারও কমল করোনা সংক্রমণ ও মৃত্যু

ফাইল ছবি

করোনা মহামারিতে বিশ্বে আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে এসেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ১১ লাখের বেশি মানুষ। এখন সক্রিয় রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৮ লাখ। এদের মধ্যে ১ লাখ ৩ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

বিশ্বে গত একদিনে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯ হাজার ৮ জন। এ নিয়ে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জনের। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার মানুষ। নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জনে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।

হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।

এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,বিশ্ব,মৃত্যু,সংক্রমণ,ব্রাজিল,যুক্তরাষ্ট্র,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close