reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২১

বন্যা : পশ্চিমবঙ্গে ২৩ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে এবার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এতেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্যের একাধিক জেলা।

অতিরিক্ত প্লাবনের কারণে কয়েক লাখ হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে কয়েক হাজার মানুষকে।

জানা গেছে, ভারতের প্রথম যে বহুমুখি নদী উপত্যকা প্রকল্প রয়েছে অর্থাৎ দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) বিপুল পরিমাণ পানি ছেড়েছে।

রাজ্য সচিবালয় নবান্নের হিসেবে বুধবার বিকাল পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে মারা গেছেন ৬ জন। পানিতে তলিয়ে গিয়েছেন ৭ জন। বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। আর বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুজন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পশ্চিমবঙ্গ,বন্যা,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close