reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০২১

করোনাভাইরাস

এক দিনে আরও ১০ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে সংক্রমিত মানুষের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে। গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও পৌনে চার লাখের বেশি মানুষের দেহে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। তাদের নিয়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী ও মৃত মানুষের সংখ্যা বেড়েছে। বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬২ জন এবং এ রোগে নতুন মারা গেছেন ১০ হাজার ৬০৫ জন।

তার আগের দিন সোমবার বিশ্বে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৫৫ জন এবং মারা গিয়েছিলেন ৬ হাজার ৬৭১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের দিনের তুলনায় বেড়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৩৯৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৮ লাখ ৩৮ হাজার ৩৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা ১৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর হিসেবে তৃতীয় অবস্থানে আছে ভারত। এরপর আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব,করোনাভাইরাস,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close