reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২১

করোনা আক্রান্ত সাড়ে ৯ কোটি ছাড়াল

গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীতে আবারও বেড়ে চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৩৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৬ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগী ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২ জন, মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জন। মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ২০২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা আক্রান্ত ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনা আক্রান্ত ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,মহামারি,বিশ্ব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close