কুয়েত প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২১

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কুয়েত

বিশ্বে কুয়েত তেল সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। প্রশাসকীয়ভাবে এটি স্থানীয় শেখদের দ্বারা শাসিত ছিল। প্রথম দিকে এখানে কিছু জেলেরা বাস করতেন। প্রাথমিকভাবে মাছ ধরার গ্রাম হিসাবে পরিচিত ছিল দেশটি।

অষ্টাদশ শতাব্দীতে কুয়েত উন্নতির দিকে ধাবিত হয়। এবং দ্রুত ভারত, মস্কাট, বাগদাদ এবং আরবের মধ্যে পণ্য পরিবহনের জন্য প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে দেশটি। ১৭০০ এর দশকের মাঝামাঝি, কুয়েত ফার্সি উপসাগর থেকে আলেপ্পোর প্রধান বাণিজ্যিক পথ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

বাণিজ্যিক এই শহরের উন্নয়নের ফলে তারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করছে। কুয়েতে শহরে নতুন করে ১৭ জানুয়ারি থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হবে।

আরব টাইমসের খবরে বলা হয়, এ সিদ্ধান্তের কারণে এই মুহূর্তে পাঁচটি দেশের জন্য কুয়েতের আন্তর্জাতিক এয়ারপোর্ট খুলে দেওয়া হবে। বাংলাদেশসহ ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে শ্রমিক নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধরনের কাগজ-পত্র বৈধতা সাপেক্ষে দেশটিতে এই নিয়োগ দেওয়া হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়েত,শ্রমিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close