reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২০

মুম্বাইয়ে ভবনধস, নিহত বেড়ে ১০

ভারতের মুম্বাইয়ে একটি ভবনধসে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। তিনতলা ভবনটি মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকায় অবস্থিত। সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। এ সময় বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, তারা ১১ ব্যক্তিকে উদ্ধার করেছে। এই ১১ জনের মধ্যে একটি শিশু রয়েছে।

ভবনধসের পর স্থানীয় লোকজন অন্তত ২০ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। ভবনধসের পর উদ্ধার তৎপরতায় যুক্ত হয় এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানান, ভবনধসের ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে প্রায় ২০টি পরিবারের বসবাস ছিল। সূত্র : এনডিটিভি এএনআই

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভবনধস,মুম্বাই,উদ্ধারকাজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close