reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৯

সীমান্তে গোলাগুলি : ৫ ভারতীয়সহ ৩ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীর ইস্যুতে এবার ভারত-পাকিস্তানের সীমানা রেখা (লাইন অব কন্ট্রোলের) কাশ্মীর অংশে দু’পক্ষের গোলাগুলিতে অন্তত ৩ পাকিস্তানি ও ৫ ভারতীয় সৈনিক নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, ভারতীয় বাহিনী সীমান্তে প্রচুর গুলি ছুড়ছে। অবিরাম গুলি বিনিময় হচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার এক টুইট বার্তায় লিখেছে, অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত শাসিত কাশ্মীর ও পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলে গুলি বিনিময়ে পাকিস্তান সেনাবাহিনী যে ৫ জন ভারতীয় সৈন্য নিহতের কথা বলা হচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী।

কাশ্মীরের পাকিস্তান অংশের স্থানীয় পুলিশ আল-জাজিরাকে জানায়, গুলি বিনিময়ের এই ঘটনায় ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরই সীমান্তে গুলি বিনিময়ে এ সেনা নিহতের ঘটনা ঘটলো।

অন্যদিকে আজ ১৫ আগস্ট ভারতজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। একইসঙ্গে সম্প্রতি ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এ দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন করছে পাকিস্তান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত-পাকিস্তান,কাশ্মীর ইস্যু,সীমান্তে গোলাগুলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close