reporterঅনলাইন ডেস্ক
  ১০ এপ্রিল, ২০১৯

জাপানের যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে নিখোঁজ হওয়ার একদিন পর জাপানের একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো।

এক আসনের অত্যাধুনিক ওই যুদ্ধবিমানটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে রাড়ার থেকে নিখোঁজ হয় বলে বুধবার জানিয়েছে জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (এএসডিএফ)। খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

বিমানটি ওই সময় জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিসাওয়া থেকে ১৩৫ পূর্বে প্রশান্ত মহাসাগরের ওপরে উড়ছিল বলে জানিয়েছেন এএসডিএফের এক মুখপাত্র।

আমরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি এবং সেগুলো ওই এফ ৩৫-এর বলে নিশ্চিত হয়েছি। যুদ্ধবিমানটির পাইলট এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মিসাওয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। এক বছরের পুরনো এই বিমানটির যোগাযোগ কেন চ্ছিন্ন হল তা জানা যায়নি।

বিমানটিতে এর আগে কখনো কোনো সমস্যা ধরা পড়েনি বলে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো নিখোঁজ পাইলটের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ওই পাইলট চল্লিশোর্ধ বয়সী ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুদ্ধবিমান বিধ্বস্ত,জাপান,এফ-৩৫,ধ্বংসাবশেষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close