অপু সুলতান

  ০৩ জানুয়ারি, ২০২১

অজানা উল্লাস

আজ মন মুকুরে দিন-দুপুরে

লাগলো কোন দোল

আজ দূর-অদূরে বিকট সুরে

পড়ে হাসির রোল।

আজ কোন খুশিতে কার হাসিতে

জাগে এমন সারা

আজ কার বাঁশিতে সাঁঝ নিশিতে

উতল হলো পাড়া।

হায় কোন হরষে কার পরশে

ভরে খুশির ঢালা

মালা কোন ফুলে সে গাঁথছে বসে

হাতে কাঁকন-বালা।

আজ কার-বা গানে খুশির টানে

উঠলো বেজে সুর

আজ মন না মানে থাকতে প্রাণে

যায়যে বহুদূর।

আজ দীঘল চুলে খোপার ফুলে

লাগছে শত দোল

আজ মনের ভুলে যাচ্ছি তুলে

নাম না জানা ফুল।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উল্লাস,হাসি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close