আদিল মাহমুদ

  ২২ এপ্রিল, ২০২০

করোনা বলছি!

আমরা স্রষ্টার অতি ভয়ঙ্কর সৃষ্টি

ক্ষুদ্র ক্ষমতা করোনাকে প্রয়োগ করেছি

তাতেই তোমাদের এত দুরাবস্থা!

ভেবে দেখো মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা।

মানবজাতি সৃষ্টিকর্তার মহাসৃষ্টি

তাই তো এখনো বাঁচিয়ে রেখেছি

তোমরা নিজেদেরকে মারার কাজে ব্যস্ত

তাই, আমাদের প্রতিহতে আজ তোমরা অপদস্ত।

আমরা ভীষণ অপ্রতিরোধ্য

ভয় করি শুধু সৃষ্টিকর্তা আর চিকিৎসা শাস্ত্র

জানি তোমরা চিকিৎসার রাশ টেনে রেখেছ

অথচ, মানবজাতির অকল্যাণে অর্থ ব্যয় করছ।

মনে রেখ আমরা অদৃশ্য ক্ষমতাধর মহাশক্তি

ক্ষতি করতে পারবে না তোমাদের মতো শক্তি

চিন্তা মোদের বিন্দুমাত্রও নাই

ভীত হই শুধু ডাক্তার নার্সদের মনোবল ও দৃঢ়তায়।

মরণব্যাধিকে রুখতে পারে শুধু সৃষ্টিকর্তা

প্রতিষেধক শাস্ত্র তারই সৃষ্টি করা চিকিৎসা

তাই তাদের হাত শক্ত করে ধরো

আমাদের মতো কোভিড ১৯-কে প্রতিহত করো।

হাত ধোয়া, মাস্ক, লকডাউন ও সামাজিক দূরত্ব

আমাদের পথের সাময়িক কাঁটা মাত্র

পুরোপুরি যদি নিষ্ক্রিয় করতে চাও

ডাক্তার-নার্স এবং হু-এর শক্তি ও সামর্থ্য বাড়াও।

চোখ, নাক, মুখ ও ফুসফুস আমাদের লক্ষ্যস্থল

যেমনি খুনোখুনি ও মারণাস্ত্র তোমাদের সম্বল

কিন্তু মারণাস্ত্রকে আমরা ভয় করি না

কারণ চিকিৎসা শাস্ত্রে বিপ্লব তোমরা চাও না।

নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাও চিকিৎসা শাস্ত্রে অর্থ বরাদ্দ লক্ষগুণ বাড়িয়ে দাও।

তোমরা মানব হিংসা বিদ্বেষে ভরা জাতি

যুদ্ধ বিগ্রহ ক্ষমতার অপব্যবহার তোমাদের সাথি

পৃথিবীতে অত্যাচার রাহাজানি যখন উঠে যাবে

ভাইরাস তখন চিরতরে তোমাদেরকে মুক্তি দেবে।

লেখক : ওসি (তদন্ত) পরশুরাম, ফেনী [email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,করোনা,চিকিৎসা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close