মাসুম হাসান খান

  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

মধ্যরাত পেরিয়ে

এখন মধ্যরাত পেরিয়ে গেছে,

থেমে গেছে নাগরিক কোলাহল।

হয়তো জেগে আছে শুধু ওরা -

আমার দূরন্ত শৈশবের অকৃত্রিম বন্ধুরা,

এখান থেকে অনেক দূরে বহু দূরে.....

ইন্দ্রদের দেয়াল ঘেষে সারিবদ্ধ বসে

ওরা গল্প করবে সময়ের পর সময় -

ঠোঁটে পুড়বে জ্বলন্ত সিগারেট,

এখানে আমি আছি একা -

বিশৃঙ্খল ভাবনার নিমগ্ন কল্পনায়,

এখানে পাতা নড়ছে না -

ঝিঁঝিঁ ডাকছে না

আমার পাশে বসে নেই কেউ।

এখন মধ্যরাত পেরিয়ে গেছে,

দিবস কি রজনীতে কল্পনায় যে খেলা করে -

জানি সেও ঘুমিয়ে আছে এখন,

কেবল জেগে আছে ওরা-

সঙ্গমরত রোমাঞ্চিত সুখী দম্পতিরা

আর, জেগে আছে রেললাইন -

জেগে আছে পীচঢালা রাজপথ,

জেগে আছে ক্লান্ত অবসন্ন স্বপ্নচারী যতো এখানে আমি জেগে একা -

দু’চোখে রিক্ত এক স্বপ্নের বোবা কান্না,

এখানে পাতা নড়ছে না - ঝিঁঝিঁ ডাকছে না,

এখানে কংক্রিটের বনে -

মিটি মিটি জোনাক জলছে না,

আমার পাশে বসে নেই কেউ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যরাত,পেরিয়ে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close