reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী জোরালো বক্তব্য দিবেন

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে ব্রিফিং করেছেন আমেরিকায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ করতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন।

শেখ হাসিনার এ সফর নিয়ে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় জোরালো বক্তব্য উপস্থাপন করবেন। এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্যে বাস্তবতার আলোকে কিছু প্রস্তাবও পেশ করবেন বলে তিনি জানান।

জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে ১৯ সেপ্টেম্বর প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা। সর্বস্তরের প্রবাসীর সমন্বয়ে এ সংবর্ধনার আয়োজন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। পাশাপাশি ২১ সেপ্টেম্বর অপরাহ্নে সাধারণ অধিবেশনে ভাষণের সময় বাইরে আওয়ামী পরিবারের নেতা-কর্মী-সমর্থকরাও মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা শান্তি-সমাবেশ করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শেখ হাসিনা ৫২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতিসংঘ,রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন,জাতিসংঘ সাধারণ পরিষদ,জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,নিউইয়র্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist