reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০২০

ইতালিতে ফিরেছেন ২৮৭ বাংলাদেশি

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরেছেন ২৮৭ বাংলাদেশি। শুক্রবার ইতালির স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পৌঁছায় প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদসহ অনেকে।

করোনা সচেতনতায় ইতালির প্রশাসনের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ফিরে যাওয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন রাষ্ট্রদূত সোবহান।

প্রসঙ্গত, করোনার কারণে দুই মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জনজীবন। চালু হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত ও রেস্টুরেন্ট।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,প্রবাসী বাংলাদেশি,রাষ্ট্রদূত সোবহান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close