reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মোট ৩০ জন বাংলাদেশির মৃত্যু হলো।

মঙ্গলবার ৫ জনের মধ্যে চারজন নিউইয়র্কে এবং একজন নিউজার্সিতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মুনিম চৌধুরী, তানভীর হাসান প্রিন্স, সুরুজ খান, নুসরাত মজুমদার।

এর আগে গত ২৭ মার্চ করোনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু হয়। এদিন বাবা এবং একই দিন রাত ৩টায় ছেলে মারা যান। মৃতের স্ত্রীও বর্তমানে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি আছেন। ২৫ ও ২৬ মার্চ দুইদিনে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ২০ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,করেনায় মৃত্যু,বাংলাদেশির মৃত্যু,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close