reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২০

ঘন কুয়াশায় ভোগান্তি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় বিপর্যস্ত সাধারণ মানুষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল। বিঘ্নিত হচ্ছে সাধারণ যানসহ নৌ চলাচল। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রাজধানীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে কয়েকটি বিমান তাদের গতিপথ পরিবর্তন করে ব্যাংকক ও কলকাতায় নামানো হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। দেশের উত্তরাঞ্চলে কয়েকদিন ধরেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের বিভিন্নস্থানে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘন কুয়াশা,আবহাওয়া,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close