reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

আবারও সুপারমুন, বাংলাদেশেও দেখা যাবে

চলতি বছরে আবারও সুপারমুনের দেখা মিলবে কাল মঙ্গলবার। এদিন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। নাসা বলছে, এটি হবে এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ।

মঙ্গলবার ওই সবচেয়ে বড় চাঁদ দেখার সুযোগ মিলবে বাংলাদেশের বাসিন্দাদেরও। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে দেখা যাবে সুপারমুনকে।

এদিন চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা। চাঁদকে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ১ ভাগের বেশি উজ্জ্বল দেখাবে।

তবে জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময়। এ ধরনের সুপারমুনকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এ সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে তুষারপাতের পরিমাণ বেড়ে যায় বলেই এমন নাম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপারমুন,চাঁদ,উজ্জ্বল চাঁদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close