reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুন, ২০১৮

মধ্যপ্রাচ্যে আজ চাঁদ দেখার সম্ভাবনা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১৪৩৯ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে আজ বৃহস্পতিবার। চাঁদ দেখা গেলে আগামীকাল পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের একদিন পরে আমাদের দেশে রোজা ও ঈদ পালিত হয়। সে হিসেবে আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে আগামীকাল আমাদের দেশে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা প্রবল।

এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। এজন্য রমজান মাস হতে পারে ২৯ দিনে। স্বাভাবিক নিয়মে চন্দ্রমাসগুলো এক মাস ৩০ দিনে হলে পরের মাস ২৯ দিনে হয়ে থাকে।

এদিকে আমাদের দেশে শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে এটা ধরে নেই সব প্রস্তুতি চলছে। যারা ঈদে বাড়ি যাবেন সাধারণত কালকের মধ্যেই রাজধানী ঢাকা ছাড়ছেন। তবে কোনো কারণে এদিন চাঁদ দেখা না গেলে শনিবার হবে ৩০ রমজান। সে ক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হবে রোববার, যদিও এ সম্ভাবনা খুবই ক্ষীণ।

শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যপ্রাচ্য,ঈদুল ফিতর,চাঁদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist