reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০২৪

প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি নারী রুমি

এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় (মিস ইউনিভার্স) প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এতে সৌদির হয়ে রুমি আলকাহতানি (Rumi -Alqahtani) নামে এক নারী অংশ নিবেন । গত ২৫ মার্চ দেশটির প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয় মিস ইউনিভার্সে।

সৌদি আরবের অভ্যন্তরীণ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়াসহ রুমি ইতোমধ্যে আরো অনেকগুলো পুরষ্কার জিতে নিয়েছেন।

তবে প্রশ্ন উঠেছে, রক্ষণশীল সৌদি আরব তার ইসলামি মূল্যবোধ, সংস্কৃতি ও বিশ্বাসকে বিসর্জন দিয়ে আধুনিকতার নামে অতি দ্রুত কি পশ্চিমা দেশগুলোর মত হয়ে যাচ্ছে?

এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী রুমি। কারণ এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি।

জানা গেছে, ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলকাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে। সেখানে একটি পোস্টে রুমি লিখেছেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব।’

তিনি আরও লেখন, ‘আমি বর্হিবিশ্বের সংস্কৃতি সম্পর্কে অবগত হতে চাই। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দিতে চাই।’

শুধু মিস ইউনিভার্স নয়, এর আগেও বহু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন রুমি। কয়েক সপ্তাহ আগেও মালয়েশিয়ায় ‘মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়া’-তে অংশ নেন তিনি। এছাড়া তার ঝুলিতে রয়েছে— ‘মিস মিডল ইস্ট’, ‘মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১’র খেতাব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close