reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০২৩

বিয়ের জন্য বয়স নয়, মানসিকতাটাই গুরুত্বপূর্ণ

ছবি : সংগৃহীত

বলিউড পরিচালক অনুরাগ ক্যাশপের মেয়ে আলিয়া ক্যাশপ মাত্র ২২ বছর বয়সেই বাগদান সেরেছেন। প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে আংটি বদল করেছেন আলিয়া। বাগদানের সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি জুটেছে কটাক্ষ ও সমালোচনা।

সম্প্রতি সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিয়া সেসব কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন। একই সঙ্গে বিয়ে নিয়ে পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন তিনি। আর ভ্লগের মাধ্যমে জীবনের নানা বিষয়ে জানিয়ে থাকেন আলিয়া।

টিভি নাইনের খবর, গত মে মাসে শেন গ্রেগোয়ারের সঙ্গে আলিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসে। নিজেকে নিয়ে সোশ্যালে হওয়া সব কটাক্ষ ও সমালোচনামূলক মন্তব্য দৃষ্টিতে আসে তার। তিনি নিজে সেসব মন্তব্য পড়েছেন। যদিও এসব মন্তব্য কখনো গায়ে মাখেন না পরিচালককন্যা।

আলিয়ার ভাষ্যমতে, এটা আমার জীবন। যদি মনে হয় আমি তৈরি, তাহলে আমি তৈরি। আমরা গত ৩ বছর ধরে সম্পর্কে রয়েছি। শেষ ৬ মাস ধরে সহবাস করছি। পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক।

তিনি বলেন, আমি সত্যিই আমাদের ব্যাপারে কে কী বলল, এসব নিয়ে পরোয়া করি না। জানি আমাদের বয়স অল্প, তবে তাতে কিছু আসে-যায় না। এই সম্পর্কে অনেক ভালো আছি আমি। সে (শেন গ্রেগোয়ার) আমার সোলমেট।

এছাড়া তার প্রেমিক শেন গ্রেগোয়ার বলেন, আমি মনেই করি না এটা কথা বলার মতো কোনো বিষয়। মানুষের বোকামি যে, এটাকে তারা বড় ইস্যু করে দেখছে।

এদিকে প্রথম দেখাতেই নাকি তারা একে-অপরকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ীই এগিয়েছেন তারা। শেষে ইউটিউবার জানান, বয়স কখনো এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকতা। এটা তার একান্তই ব্যক্তিগত মতামত। আর এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোনো মেয়েকে ২০ বছর বয়সে বিয়ের পরামর্শও দেননি। সেটাও স্পষ্ট করেছেন তার বক্তব্যে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,আলিয়া ক্যাশপ,বিয়ে,বাগদান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close