reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২২

ফটোশুটের অপরাধে রণবীরকে থানায় তলব

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং। সাম্প্রতিক কার্জকলাপে সমালোচনার শীর্ষে থাকা এই অভিনেতাকে থানায় তলব করেছে মুম্বাই পুলিশ।

সম্প্রতি পেপার ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেন রণবীর সিং। এতে তাকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নারীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে যায় মু্ম্বাই পুলিশের একটি দল। আগামী ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে হবে এই অভিনেতাকে।

গত মাসের শেষ দিকে চেম্বুর থানায় এনজিও ও বেদিকার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিনেতার ফটোশুট অশ্লীল ও কুরুচিকর বলে দাবি করে তারা। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রণবীর সিং,পেপার ম্যাগাজিন,মামলা,ফটোশুট,মুম্বাই পুলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close